Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই যুবক আহত, বিজিবির হাতে আটক
বিস্তারিত

সিলেট
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই যুবক আহত, বিজিবির হাতে আটক
 

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার হাজীপুর এলাকার আব্দুল জলিলের ছেলে নাজিম উদ্দিন ও একই গ্রামের আরব আলীর ছেলে জামিল মিয়া। তাদের মধ্যে চিকৎসার জন্য জামিল মিয়া গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জামিল ও নাজিম উদ্দিনের সহযোগী সাহেদ মিয়া নামের অপর আরেক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবককে সোমবার বিকেলে বিজিবি সদস্যরা গোয়াইনঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভোঁর রাতে গোয়াইনঘাট সীমান্তের নকশিয়া পুঞ্জি এলাকা দিয়ে খাসিয়াদের বাগান থেকে সুপারি চুরি করার উদ্দেশ্যে উপজেলার হাজীপুর ও প্রতাপপুর এলাকার নাজিম উদ্দিন, সাহেদ মিয়া, বাছির উদ্দিন, মনির উদ্দিন , জামিল মিয়া, সাইফুল ইসলাম, মাহবুব মিয়া ও রুবেল মিয়াসহ ৮জন যুবক মিলে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতীয় খাসিয়ারা তাদেরকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুড়ে। এতে নাজিম উদ্দিন ও জামিল মিয়ার শরীরে গুলি লেগে দুজনে গুরুতর আহত হয়। সেখান থেকে তার সহযোগীরা নাজিম উদ্দিন ও জামিল মিয়াকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। বাংলাদেশি যুবকেরা পালিয়ে দেশের অভ্যন্তরে ফিরে আসলে প্রতাপপুর বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা ১ জনকে আটক করে। বিজিবির প্রতাপুর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, কয়েকজন বাংলাদেশি যুবক রাতের আধারে জীবনের ঝুঁকি নিয়ে জিরো পয়েন্ট পেরিয়ে ভারতীয়দের বাগান থেকে সুপারি চুরি করতে যায়। এসময় খাসিয়ারা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়। গুুলিবিদ্ধ দুইজনসহ ওই দলের সবাই বাংলাদেশে ফিরে আসলে তাদের মধ্য থেকে আমরা একজনকে আটক করতে সক্ষম হই এবং বাকীরা পালিয়ে যায়। এ ব্যাপারে গোয়াইনঘাটের ইউএনওবিশ্বজিত কুমার পাল বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে দুইজন আহত হওয়ার খবর পেয়েছি। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চোরাচালান রোধে ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিল এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারী করে গত ১৪ জুলাই সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠির প্রেক্ষিতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি টাস্কফোর্সের সভা করে জনসাধারণের জান মালের নিরাপত্তার স্বার্থে ও চোরাচালান রোধে নির্দিষ্ট ওই সময়ের মধ্যে সীমান্ত এলাকায় অবস্থান ও যাতায়াত না করার জন্য মাইকিং করে সতর্ক করা হয়েছে। তারপরও কিছু অসাধু লোক অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। যা নিজের বিপদ নিজেই টেনে আনার মতো ঘটনা বলে তিনি মনে করেন

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
29/07/2019
আর্কাইভ তারিখ
29/08/2019