কোভিড-১৯ চলাকালীন সরকারের জাতীয় হেল্পলাইন ৩৩৩ জনগনকে সেবা দিয়ে সম্মাননা পেলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ জাবেদ ওমর .
বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে ৩৩৩ জাতীয় হেল্পলাইন সেচ্ছাসেবী উদ্যোক্তা সম্মেলনে এ সম্মাননা দেওয়া হয়। এটুআই- এসপায়ার টু ইনোভেট, আইসিটি ডিভিশন বাংলাদেশ এটির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদ।
প্রধান অতিথি ছিলেন এটুআই- এসপায়ার টু ইনোভেট প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোঃ সাইফুল ইসলাম।
জানা গেছে, কোভিড ১৯ চলাকালীন সময়ে দেশের মানুষ যখন ঘর থেকে বের হতে পারত না, ঠিক ওই সময় সরকারের ৩৩৩ জাতীয় হেল্পলাইনের মাধ্যমে দেশের শতাধিক উদোক্তাদের সমন্বয়ে মানুষের ঘরে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা করেছিলেন। তারই প্রেক্ষিতে ৩৩৩ জাতীয় হেল্পলাইনে সেচ্ছাসেবী উদ্যোক্তােদের এ সম্মাননা দেওয়া হয়েছে।
পশ্চিম জাফলং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ জাবেদ ওমর সম্মাননা পেয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, সাধারণ মানুষের সহযোগীতায় নিজেকে উৎসর্গ করতে পেরে গর্বিত মনে করছি। ভবিষ্যতেও সরকারের যে কোন কাজে সহযোগীতা করার ব্যপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সিলেট জেলা, গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও এটুআই কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস