Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভারতীয় তীর খেলার দ্বায়ে ১ জোয়ারী আটক
বিস্তারিত

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় এবং গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আহাদের সার্বিক তত্বাবধানে গোয়াইনঘাটে ভারতীয় তীর নামক জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউপির অন্তর্গত মনরতল বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিক উজ জামান জুনেল সঙ্গীয় ফোর্সসহ ভারতীয় শিলং তীর (জুয়া) খেলার অপরাধে বুগলকান্দি গ্রামের আলা উদ্দিন’র পুত্র মো. সাদেক আহমদ( ৩০)কে তীর খেলার আলামতসহ আটক করা হয়। এসময় তাহার নিকট হইতে জুয়া খেলার জমাকৃত ( ২০৯৮০ ) বিশ হাজার নয়শত আশি টাকা এবং তীর খেলার ব্যবহৃত খাতা, ও দুটি মোবাইল ফোন জব্দ করেন করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিল্লোল রায় আটক সাদেক আহমেদর বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
07/08/2019
আর্কাইভ তারিখ
31/08/2019